ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মিথিলার ‘জলে জ্বলে তারা’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘জলে জ্বলে তারা’ সিনেমায় তারা চরিত্রে মিথিলা

‘জলে জ্বলে তারা’ সিনেমায় তারা চরিত্রে মিথিলা

‘কাজলরেখা’ সিনেমায় দারুণ প্রশংসিত হবার পর দেশের বড়পর্দায় আর দেখা যায়নি দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাকে। এরমধ্যে অবশ্য কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সেখানকার সিনেমা। বাংলাদেশের ওটিটি কনটেন্ট ‘বাজি’তেও দেখা গেছে তাকে।

তবে নতুন বছরে দেশের রূপালি পর্দায় আসার জন্য একেবারে প্রস্তুত তিনি। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে এই তারকার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’

বিজ্ঞাপন

গতকাল ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টার ফেসবুকে শেয়ার করে মিথিলা ক্যাপশনে লিখেছেন, ‘‘তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’। আসছে ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে।’’

‘জলে জ্বলে তারা’ সিনেমার নির্মাতা অরুণ চৌধুরী ও নায়ক-নায়িকা নাঈম-মিথিলা

গুণী নির্মাতা অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে একেবারেই নতুন একটি চরিত্রে, যা এর আগে তিনি কখনোই করেননি। কারণ, এই ছবিতে মিথিলার চরিত্র একটি সার্কাস দলের সদস্যের। পোস্টারে মিথিলাকে দেখা যাচ্ছে নিম্নবিত্ত শ্রেণির এক সদস্য হিসেবে। যে ভীত সন্ত্রস্ত, কিন্তু দু’চোখ দীপ্তিময়!

বিজ্ঞাপন

এই ছবিতে মিথিলাকে দেখা নামে নাম ভূমিকায়। অর্থাৎ তার চরিত্রের নাম তারা। অরুণ চৌধুরী এর আগে যে ছবিটি নির্মাণ করেছিলেন সেটিও ছিলো নারীপ্রধাণ গল্পের ছবি। ‘মায়াবতী’ নামের সেই ছবিতে নুসরাত ইমরোজ তিশাকে একজন যৌনপল্লীতে জন্ম ও বেড়ে ওঠা তরুণীর চরিত্রে দেখা যায়। সে স্বাভাবিক জীবন যাপনের স্বপ্ন পূরণ করতে অনেক সংগ্রামের মুখোমুখি হয়।

‘জলে জ্বলে তারা’ ছবিটিও হয়তো আরেক সামাজিক অবস্থানের এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এমনটি ধারণা করা যায়। যদিও ছবিটির গল্প নিয়ে নির্মাতা কিংবা অভিনয়শিল্পী, কেউ-ই মুখ খোলেননি।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় তারা চরিত্রে মিথিলা

ছবিটিতে মিথিলার বিপরীতে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে এফএস নাঈমকে। তার চরিত্রের নাম হোসেন মাঝি। এই চরিত্রের পোস্টারও গতকাল প্রকাশিত হয়েছে। এতে নাঈমকে দেখা যাচ্ছে লুঙ্গি, গামছা পরা খেটে খাওয়া এক তরুণের বেশে। নাঈম সেই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আসমানের চাঁদটা যদি ধরতে মন চায়, ধরা কি যায়?’

নির্মাতা অরুণ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি। তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় হোসেন মাঝি চরিত্রে নাঈম

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।