জানা গেল হৃদয় খানের তৃতীয় সংসার ভাঙার কারণ!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিয়ের আসরে হৃদয় খান ও তার তৃতীয় স্ত্রী হুমায়রা

বিয়ের আসরে হৃদয় খান ও তার তৃতীয় স্ত্রী হুমায়রা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান বিগত কয়েক বছর কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ! ২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন হৃদয়। কিন্তু সেই সংসারেও বাজল বিচ্ছেদের সুর। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার সঙ্গে; বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স।

জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা।

বিজ্ঞাপন
হৃদয় খান ও তার তৃতীয় স্ত্রী হুমায়রা

বিভিন্ন সূত্রের বরাতে জানা আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।

এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।

বিজ্ঞাপন
বিয়ের আসরে হৃদয় খান ও তার তৃতীয় স্ত্রী হুমায়রা

২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে প্রথমবারের মতো বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার।

এরপর ২০১৫ সালের ১ আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের।

বিয়ের আসরে হৃদয় খান ও তার দ্বিতীয় স্ত্রী সুজানা জাফর

বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।