প্রথম বিয়েবার্ষিকীতেই প্রথম সন্তানের খবর দিলেন স্বাগতা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাগতা ও তার স্বামী । ছবি: ফেসবুক

স্বাগতা ও তার স্বামী । ছবি: ফেসবুক

মেধাবী অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। পাশাপাশি গান, মডেলিং ও উপস্থাপনায় নিজের দ্যূতি ছড়িয়েছেন তিনি। গত বছরের জানুয়ারিতে বিয়ে করেছেন। নতুন সংসার ও কাজ, দুটোই সামলাচ্ছেন এই তারকা।

এরইমধ্যে দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন, মাই টিভিতে শুরু করেছেন ‘স্টার গসিপ’ নামের একটি নতুন শোয়ের উপস্থাপনা। আসছে ২২ ফেব্রুয়ারি জীবনে প্রথমবারের মতো ওপেন এয়ার থিয়েটারে পারফর্ম করবেন। এসবের মধ্যেই তিনি ভক্তদের দিলেন নতুন সুখবর। মা হতে চলেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন
স্বাগতা । ছবি: ফেসবুক

গত ১৮ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে নিজের বেবিবাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর দেন স্বাগতা।

স্বাগতা ও তার স্বামী । ছবি: ফেসবুক

গত বছরের ১৮ জানুয়ারি স্বাগতা ও হাসান আজাদের বিয়ে হয়। বছর ঘুরে এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী আসতে না আসতেই তাদের কোলজুড়ে আসতে চলেছে সন্তান। তাইতো বিবাহবার্ষিকীতেই সবাইকে বেবিবাম্পের ছবি দেখালেন অভিনেত্রী।

বিজ্ঞাপন
স্বাগতা । ছবি: ফেসবুক

রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় তাদের বিবাহবার্ষিকীর আয়োজন। সেই আয়োজনের ছবিতেই বোঝা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হয়েছেন স্বাগতা।

স্বাগতা ও তার স্বামী । ছবি: ফেসবুক

সেই জল্পনাকে সত্যি প্রমাণ করেই পরিবারে নতুন অতিথি আগমনের খবর জানালেন এই তারকা দম্পতি। এ ছাড়া ছবি প্রকাশের পর থেকেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসছেন স্বাগতা।

স্বাগতা । ছবি: ফেসবুক

স্বাগতার স্বামী ড. হাসান আজাদ একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।