বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসানের। গেল ডিসেম্বরে বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। আর এবার জুয়ার সঙ্গে জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন দেশ থেকে নির্বাসিত এই অলরাউন্ডার তারকা।
আইসিসির বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন মাত্র গতকাল। আর এরই মাঝে আবারো অনলাইন জুয়ার মাঝে জড়িয়ে গেলেন সাকিব। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন শেয়ার দেওয়া হয়। যদিও দেশের আইনে সকল প্রকার জুয়া নিষিদ্ধ। তবে সেই আইনের তোয়াক্কা করছেন না সাকিব।
তবে এবারই নয়। বছর দুয়েক আগেও অন্য একটি বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। সেবারও চরম বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। তখন তিনি ছিলেন জাতীয় দলেরই ক্রিকেটার। আর এরও আগে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
তবে এবার দেশে নেই সাকিব। দেশের জার্সিতে আর খেলতে পারবেন কিনা তাও অনিশ্চিত। আর দেশের বাইরে থাকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে না থাকা -দুইটা মিলিয়ে সাকিবের ক্ষেত্রে দেশীয় আইন প্রযোজ্য হবে না। তবে প্রশ্ন থেকে যায় যেটা দেশের আইনে নিষিদ্ধ সেই বিষয়ের প্রচারণা সাকিবের ইমেজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে। পাশাপাশি দেশে থাকা তার ভক্তদের কেমন প্রতিক্রিয়া হবে।