আজ শনিবার পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮ তম আসর। ভারতের ঘরোয়া আইপিএল নিয়ে ক্রিকেটপাড়ায় মাতামাতিটা বেশ পুরোনো। কারণ আইপিএল খেলতে পারলেই পাবেন মোটা অঙ্কের টাকা। তবে এবার সেটা আরো বাড়ছে। কেননা, প্রথমবারের মতো খেলোয়াড়দের ম্যাচ ফি নির্ধারণ করছে আইপিএল কতৃপক্ষ।
এবারের আইপিএলে খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বাড়তি টাকা পাবেন। নিলামের দামের বাইরে প্রতি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ ৫৯ হাজার টাকা করে পাবেন। আর আসরের প্লে অফের আগে একজন খেলোয়াড় ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন।
সে হিসেবে সর্বমোট ১৪ ম্যাচে সুযোগ পাওয়া কোনো ক্রিকেটারের পকেটে ঢুকবে ১ কোটি ৫ লাখ রুপি বাংলাদেশি টাকায় ২ কোটি ১১ লক্ষ ৮৫ হাজার ৮৩০ টাকা করে। আর ফাইনালে খেলা প্রত্যেক খেলোয়াড় পাবেন আরো বাড়তি ৩৩ লাখ টাকা করে।
এবারের আসরের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফির জন্য বরাদ্দ রেখেছে মোট ১২ কোটি ৬০ লাখ রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরের। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন ইমপ্যাক্ট খেলোয়াড়সহ মাঠে নামা ১২ জন ক্রিকেটার।