আইপিএলে এবার ৩০০ রান হতে পারে বলে মনে করেন গিল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম |

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) মানেই ব্যাটে বলে দুর্দান্ত লড়াই। এখানে মিলিত হয় বিশ্বের সেরা সব ক্রিকেটাররা। তাই কখনও বল হাতে আবার কখনো ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠে তারা। তবে গত আসর থেকেই ব্যাটিংয়ে আরো বেশি দুর্ধর্ষ হয়ে উঠছে দলগুলো। তাই গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল মনে করেন এবারের আসরে দলীয় সংগ্রহ তিনশ স্পর্শ করতে পারে।

গতবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এটিই এক ইনিংসে সর্বোচ্চ রান। তবে এবার সে রেকর্ড ভাঙতে পারে বলে মনে করেন গিল।

এবারের আসরে তিনশ ছোঁয়ার সম্ভাবনা নিয়ে গিল বলেন, 'খেলাটির গতি এখন এমন এক মোড়ে পৌঁছে গেছে যে, মনে হচ্ছে আমরা কোনো ম্যাচে ৩০০ রান করতে পারি। গত বছর আমরা কয়েক দফায় খুব কাছাকাছি গিয়েছিলাম। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিও এখানে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে এবং আইপিএলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।'

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত তিনশ রান দেখা গেছে তিনবার। ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ রান তোলে বারোদা। এ ছাড়া গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ওভারে ৩৪৪ রান তোলে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় দলীয় সংগ্রহের রেকর্ড সেটি।

এ সম্পর্কিত আরও খবর