‘মুশফিক কখনও ৬ নম্বরের ব্যাটার ছিল না’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-07 15:09:00

টি-টিয়েন্টিতে অবসর নিয়েছিলেন আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরম্যান্সের পর ওয়ানডে ক্যারিয়ারকেও বিদায় বলেছেন বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের রঙিন জার্সির লম্বা ক্যারিয়ারের অবশেষে ইতি টানলেন ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। টাইগারদের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন,মুশফিক যদি চার নাম্বার পজিশনে ব্যাট করতো তাহলে তার ওয়ানডে ক্যারিয়ার আরও বেশি উজ্জ্বল হতো।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে মুশফিক দলের প্রয়োজনে ব্যাট করেছেন অনেক পজিশনে। ব্যাটিংয়ে ৪ নাম্বর ও ৬ নাম্বার পজিশন নিয়ে বারবার মুশফিককে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে ব্যাট হাতে মুশফিক সবসময় ৪ নাম্বার পজিশনেই নিজের সেরাটা দিয়েছেন। তবে দলের প্রয়োজনে সেখানে সবসময় ব্যাট করার সুযোগ হয়নি তার।

মুশফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুশফিক ৪ নাম্বার পজিশনে মোট ১১৮ ইনিংসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭২ রান করেছেন। তার উপরে আছেন কেবল নিউজিল্যান্ডের রস টেইলর। এ পজিশনে মুশফিকের ব্যাটিং গড় ৪২.০৩।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন,‘আমি মনে করি মুশফিক ৬ নাম্বার পজিশনের ব্যাটার না। সে সবসময়ই ৪ নাম্বার পজিশনের ব্যাটার। ক্রিজে আসার পর ও কিছুটা সময় নেয়। যখন ও ক্রিজে টিকে থাকতে সক্ষম হয়,তখন ও ধারাবাহিকভাবে ভালো খেলে। ও যদি ৪ নাম্বার পজিশনে আরও খেলার সুযোগ পেত,ওর ক্রিকেট ক্যারিয়ার আরও বেশি ভালো হতো।’

সুজন আরও যোগ করে বলেন, ‘সে অনেক পরিশ্রমী ও পেশাদার ক্রিকেটার ছিল। ওর ক্যারিয়ার অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। এক সময় ওর অবসর নিতেই হতো। তাই ওর সিদ্ধান্তকে আমি সম্মান করি। পরিশ্রম,নিয়মানুবর্তিতা সবকিছুই ওর মাঝে ছিল।’

মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন সুজন বলেন, ‘আর মাত্র ছয়টা টেস্ট খেললেই ও প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে। আশা করি ও ততদিন সুস্থ থেকে নিজের টেস্ট ক্যারিয়ারকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর