টুর্নামেন্টের গ্রুপ পর্বের শুরুটা হয়েছিল আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়ে। সেই ব্রাজিলই এখন শিরোপার দৌড়ে সবার থেকে এগিয়ে। শিরোপার দৌড়ে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ব্রাজিলের ঠিক পরেই আর্জেন্টিনা।
আজ কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে জয় পেয়েছে দুই দলই। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে।
প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর শিরোপা দৌড়ে সমানতালে টিকে থাকতে কলম্বিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টাইন যুবাদের। ভালো খেলেও সেই কাক্ষিত গোলটাই আসছিল না। তবে আর্জেন্টিনার অপেক্ষার পালা ভাঙ্গে নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন লান সুবিয়াব্রে। এই জয়ের সুবাদে টানা ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে লিওনেল মেসির উত্তরসূরীরা।
এর আগে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে গুস্তাভো পেদ্রো, রায়ান এবং অ্যালিসন সান্টানার গোলে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। আর এ জয়ে ব্রাজিল এখন শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। লিগ পর্বের সবার ওপরে আছে নেইমারদের উত্তরসূরীরা।
প্রসঙ্গত,কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। জয় চাই সব ম্যাচেই। ব্রাজিল নিজেদের প্রথম ৩ ম্যাচেই পেয়েছে জয়। আর্জেন্টিনাও জয় পেয়েছে ৩ ম্যাচে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকছে ব্রাজিলই।