গত সপ্তাহেই জীবনের চল্লিশটি বসন্ত পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠে রোনালদোকে দেখলে বোঝার উপায় নেই তা। তরুণদের সঙ্গে সমানতালে মাঠ দাপিয়ে বেড়ান সৌদি ক্লাব আল নাসরের পর্তুগিজ এই মহাতারকা।
পেশাগত ফুটবল ক্যারয়ারে ২০ বছরের বেশি কাটিয়ে দেওয়া রোনালদো কবে অবসরে যাবেন তা নিয়ে ভক্ত-সমর্থকের কৌতুহলের শেষ নেই। তবে তাদের কৌতুহলকে আরও এক বছরের বাড়িয়ে দিলেন রোনালদো। বার্তা সংস্থা এএফপি ক্লাবের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে,আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন এই ফরোয়ার্ড।
অবশ্য কর্মকতা আরও জানিয়েছেন,রোনালদোর সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে তারা চুক্তিতে সই করেনি। কিছুদিনের মধ্যেই চুক্তিতে সই করবেন দুই পক্ষ।
দুই বছর আগে ২৫০ মিলিয়নে আল নাসরে পাড়ি জমান রোনালদো। এ বছরের জুনে আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে ২০২৬ সালের জুন পর্যন্ত আল আসরেই থাকবেন রোনালদো।
সাবেক রিয়াল মাদ্রিদ,ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মত ক্লাবে খেলা রোনালদো ২০২৩ সালে যোগ দেন সৌদি ক্লাবটিতে। আল নাসরের হয়ে ৯০ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৮২ গোল। যদিও ক্লাবটির হয়ে এখন পর্যন্ত জিতেছেন মাত্র একটি শিরোপা।
গত আগস্টে নিজের পেশাদার ক্যারিয়ার আল নাসরেই শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।