বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে বড় রকমের পরিবর্তন ঘটতে যাচ্ছে এবার। প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জন নারী ফুটবলারকে চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মুলত ফুটবলারদের কোচের পদত্যাগের দাবি থেকে সরে না আসাতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে বাফুফে। পাশাপাশি যুবাদের নিয়ে আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে মনোযোগ দিচ্ছে ফেডারেশন।
বাটলারের বিরুদ্ধে পদত্যাগের অভিযোগের পর দেশে ফিরে সাবিনাদের সঙ্গে বৃহস্পতিবার মিটিংয়ে বসেন বাফুফে প্রধান তাবিথ আউয়াল। তবে সাবিনাদের অনড় অবস্থানের কারণে মিটিংটি অমিমাংসিত রেখে শেষ হয়। সেখানে রোববার (আজ) পর্যন্ত অনুশীলন বয়কটের সিদ্ধান্ত জানায় তারা।
যে কারণে সমাধানের কোন পথ না পেয়ে অবশেষে বাটলারের অধীনে অনুশীলন করা ৩৭ জন খেলোয়াড়ের উপর মনোযোগ দিচ্ছে বাফুফে। সেখানে তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে নতুন চুক্তি করেছে বাফুফে। তবে সেই চুক্তিতে নেই বাটলারকে বয়কট করা কোন খেলোয়াড়ের নাম।
চারটি বেতন ক্যাটাগরিতে নারী দলের মোট ৩০ জন নারী ফুটবল খেলোয়াড় বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। যার মেয়াদ গেল বছরের অক্টোবরে শেষ হয়েছে। ওই ৩০ জনের মধ্যে মাত্র ১২ জন বর্তমানে বাটলারের অধীনে বাফুফের ট্রেনিং ক্যাম্পে আছেন, আর বয়সভিত্তিক দলের বাকী ২৫ জন বাফুফের চুক্তিতে নেই।
চুক্তির বিষয়ে বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন,‘ চুক্তিগুলি মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত করা হবে। আমি সঠিক চুক্তির সংখ্যা বলতে পারি না। তবে চুক্তিগুলি সেইসব খেলোয়াড়দের মধ্যে হবে যারা বর্তমানে ট্রেনিং করছেন।
এসময় তিনি আরো বলেন,‘ সভাপতি (তাবিথ আউয়াল) বৃহস্পতিবার তাদের ট্রেনিংয়ে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং শনিবার পর্যন্ত অপেক্ষা করেছিলেন। যেহেতু তারা যোগ দেয়নি, তিনি বলেছিলেন, চলুন তাদের ছাড়াই এগিয়ে চলা যাক, ফুটবল থামানো যাবে না। যদি তারা কখনো যোগ দিতে চায়, তবে তাদের স্বাগতম।’
চলতি মাসে ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। যেখানে ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। সেখানে ২৩ সদস্যের সফরকারী দলটি অনুশীলনে যোগ দেয়া ৩৭ জন খেলোয়াড়ের মধ্য থেকে গঠন করা হবে, এমন ইঙ্গিত দিয়েছেন বাফুফে সহ-সভাপতি।