রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে ভিনির ‘না’!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-08 16:16:24

সর্বশেষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পায়ের জাদুতে এমন মজেছিল মাদ্রিস্তাতারা। রোনালদো রিয়াল ছাড়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড় ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে আবারো সেই জাদু খুঁজে পেয়েছে রিয়াল সর্মথকরা। রোনালদোকে স্মরনীয় করে রাখতে তার জার্সি নাম্বার গায়ে মাঠে নামা ভিনি এখন সবার কাছে ফেভারিট। তবে এবার গুঞ্জন উঠছে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ভিনিসিয়ুস।

ইউরোপীয় গণমাধ্যম দাবি করছে, পারিশ্রমিক না বাড়ানোয় এখনো রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নে সম্মত হয়নি ভিনি। রিয়ালের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করার পর ক্লাবের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক গনমাধ্যম দ্য অ্যাথলেটিক । ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ভিনিসিয়ুস মুলত তার বেতন বাড়াতে চাইছেন। ব্রাজিলিয়ান এই তারকা এমন অঙ্কের বেতন চান, যা তার বর্তমান পারফরম্যান্স এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবে তার মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

২০২২ সালে বার্ষিক ১২.৫ মিলিয়ন পাউন্ড বেতনে রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হন ভিনি। যেটার মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তার আগেই তার ক্লাব ছাড়ার গুঞ্জনের কারণে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল কতৃপক্ষ। তবে সেখানে না বলে দিয়েছেন ভিনি।

এদিকে ভিনিকে নিজেদের করে নিতে মুখিয়ে আছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। রিয়াল মাদ্রিদের এই তারকার জন্য ৫ বছরে ১ বিলিয়ন ডলারের রেকর্ড প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল আল-আহলি। পাশাপাশি ভিনিসিয়ুসকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়ে রেখেছে ক্লাবটি। তবে ভিনি তাদের সে প্রস্তাবে না করে দিয়েছিল ।

উল্লেখ্য ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ৩৭.৫ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর মাদ্রিদের হয়ে ২৯৩টি ম্যাচে ১০১টি গোল এবং ৮৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

 

  

এ সম্পর্কিত আরও খবর