বাংলাদেশ পুরুষ ফুটবল দল শেষ বার সাফ জিতেছিল ২০০৩ সালে। এরপর থেকে সাফ জয় বাংলাদেশের কাছে সোনার হরিণের মত হয়ে গেছে। তবে সে অভাবটা পূরণ করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দু’বার সাফ জয়ের মুকুট পরেছে তারা। দেশের জন্য টানা দুবার গৌরব বয়ে এনেছে তারা। আর এ কাজের পুরস্কারস্বরূপ ২০২৫ সালের একুশে পদক দেয়া হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে।
আজ বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। যেখানে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
২০২২ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২৪ এ সেমিফাইনালে ভারত বাধা টপকে আবারও নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে আনে সাবিনা খাতুনের দল।
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ১৯৭৬ সাল থেকে দেশের বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখা ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।