করোনা পরিস্থিতিতে ট্রেনের টিকিট বিক্রিতে রেলসেবা অ্যাপে ‘সিট সিলেকশন অপশন’ বন্ধ রাখা হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার্থে ওই অপশন পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, রেলসেবা অ্যাপে সিট সিলেকশন অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটি পুনরায় চালু করা হলো। এর ফলে ফ্যামিলি নিয়ে যারা ট্রেনে ভ্রমণ করতে চান তারা তাদের সুবিধামতো কাছাকাছি জায়গায় টিকিট নিতে পারবেন।
মাহবুব কবির আরো বলেন, যাত্রীরা পছন্দমতো সিট বেছে নিতে পারবেন, তবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। ট্রেনের আসন বিন্যাসের মধ্যে লাল সিট ব্লকড এবং সবুজ সিট ফ্রি অপশন। তাছাড়া আগের মতোই ৫০ ভাগ টিকিট বিক্রি হবে।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গত ৩১ মে থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে বিভিন্ন রুটে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছে।