গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরো ১১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১২৫ জন।
প্রাণঘাতী এ ভাইরাসে জেলায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে মুরাদনগরে একজন, চৌদ্দগ্রামে একজন ও কুমিল্লা নগরীতে তিনজন রয়েছেন। এরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অপরদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে ৩৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চৌদ্দগ্রামের ৮ জন, মনোহরগঞ্জের একজন, সদর দক্ষিণের ৯ জন, নাঙ্গলকোটের ৪ জন, আদর্শ সদরের ১০ জন, হোমনার ১ জন ও বুড়িচংয়ের ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৫০৫ জন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে ১৪ হাজার ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৩ হাজার ৪৫ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ২ হাজার ১২৫ জনের।
মঙ্গলবার নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৫৫ জন, বুড়িচংয়ে ৪, লাকসামে ৬, বরুড়ায় ৩, মুরাদনগরে ৩, চৌদ্দগ্রামে ৩, মনোহরগঞ্জে ১২, সদর দক্ষিণে ৮, হোমনায় ৪, তিতাসে ১০, দাউদকান্দিতে ৭ ও চান্দিনার দুই জন রয়েছেন।