করোনাকে জয় করলেন শেলটেক ও এনভয় গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পুরো সুস্থ হয়ে ওঠেছেন তিনি।
কুতুবউদ্দিনের ছেলে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সোমবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
তানভীর আহমেদ জানান, ৭২ ঘণ্টার ব্যবধানে তিনবার পরীক্ষার ফলাফলে কুতুব উদ্দিনের করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তিনি এখন করোনমুক্ত। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
তানভীর আরো জানান, কুতুবউদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ২১ মে। তখন থেকেই তিনি স্কয়ার হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।শারীরিকভাবে ভালো বোধ করায় গত ৪ জুন হাসপাতাল থেকে বাসায় যান। সে সময় আবারো পরীক্ষা করা হলে পজিটিভ আসে। পরে পরপর তিনবার ৯, ১০ ও ১২ জুন পরীক্ষায় নেগেটিভ আসে। সোমবার ডাক্তার তাকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেন।
কুতুবউদ্দিন আহমেদ বিজিএমইএ ও মেট্রোপলিটন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
গার্মেন্টস, টেক্সটাইল, সিরামিক, রিয়েল এস্টেট, টেজনোলজি, হোটেল, এভিয়েশন, খাদ্যপণ্যসহ নানা খাতে ব্যবসা রয়েছে তার।
মাত্র কদিন আগেই (জুনের ১) স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব নাইট অফিসারের জন্য মনোনীত হন কুতুবউদ্দিন আহমেদ।