দেশে করোনা আক্রান্ত ৯৪৪৮১, মৃত্যু ১২৬২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 11:29:25

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮৬২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে দেশে করোনাভাইরাসে ১২৬২ জনের প্রাণহানি হলো।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুন পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসাধীন ২ হাজার ২৩৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

এ সম্পর্কিত আরও খবর