ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ বছরের এক শিশু, নারী, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার ফলাফলে এই ১৭ জনের শরীরে করোনা পজিটিভ আসে। একদিনে উপজেলায় এটাই সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ১০টায় প্রকাশিত ফলাফলে ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।