ফেনীর বন্যাকবলিত নারীকে ছাগল উপহার দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2025-03-10 22:17:24

বন্যা দুর্গত এলাকায় বিধবাদের মাঝে ছাগল বিতরণ প্রকল্পের আওতায় ফেনীর ৬ উপজেলার ২৫ জন বিধবা নারীকে সাবলম্বী করার লক্ষ্যে ছাগল উপহার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রত্যেক নারীকে তিনটি করে সর্বমোট ৭৫টি ছাগল উপহার দেয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব ছাগল হস্তান্তর করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

আস সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিধবাদের মাঝে ছাগল বিতরণ প্রকল্প দেশব্যাপী চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় ফেনী জেলায় গত বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিধবা উপকারভোগী বাছাই করা হয়েছে। যার মধ্যে ৬ উপজেলার মধ্যে পাঁচ উপজেলা থেকে ৪ জন করে এবং সোনাগাজী উপজেলা থেকে ৫ জন নিয়ে ২৫ জনকে ছাগল দেয়া হচ্ছে। প্রত্যেকে ৩ টি করে ছাগল পাচ্ছেন। এ প্রজেক্টটি প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তারা।

আস সুন্নাহ ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট এক্সকিউটিভ আকরাম হোসেন বলেন, আমাদের প্রতিনিধিরা সবার বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী বাছাই করেছে৷ যাদেরকে নির্বাচন করা হয়েছে তাদের পরিবারে উপার্জন করতে পারবে এমন কোন পুরুষ নেই। বিধবা নারীরা আর্থিকভাবে সাবলম্বী যাতে হতে পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যারা ছাগল পালন করতে আগ্রহী তাদেরকেই এ ছাগল দেয়া হয়েছে। আমরা ফাউন্ডেশন থেকে খোঁজখবর রাখব যাতে তারা এ ছাগলটি বিক্রি না করে দেয় এবং লালন পালন করে যাতে নিজেরা উপার্জন করতে পারে।

উপকারভোগী নার্গিস আক্তার বলেন, আমার স্বামী নেই। আমি সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন যাপন করি৷ গেল বন্যায় আমার ঘরের ও অনেক ক্ষতি হয়েছে। এ ছাগলগুলো লালন পালন করে আমি কিছু আয় উপার্জন করতে চাই। আমাকে তারা উপহার দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: ইসমাইল হোসেন বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অসাধারণ একটা উদ্যোগ এটি। বন্যা কবলিত বিধবা নারীদের যে উপহার তারা দিয়েছে এটি তাদের জীবন নির্বাহে কিছুটা হলেও স্বস্তি দেবে। তারা যেভাবে উপকারভোগী নির্বাচন করেছে সেটির প্রক্রিয়াও সুন্দর। আস সুন্নাহ বন্যা কবলিত ফেনীতে ব্যপক কাজ করেছে এখনও করে যাচ্ছে৷ আগামীতেও তারা এ ধারা অব্যাহত রাখবে সেটিই আমরা প্রত্যাশা করি।

এ সম্পর্কিত আরও খবর