লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে শেখ হাসিনার ছবি নিয়ে ক্ষোভ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান | 2025-03-10 18:52:55

পার্বত্য বান্দরবানের লামায় ব্যানারে শেখ হাসিনার ছবি দিয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভার আয়োজন করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। তোপের মুখে পরে কতৃপক্ষ ব্যানার নামাতে বাধ্য হয়।

সোমবার (১০ মার্চ) বেলা ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে এ আয়োজন করেন।

হলরুমে ছাত্র জনতা উপস্থিত হলে এ ব্যানার নজরে আসে। স্থানীয়দের ক্ষোভে পরবর্তীতে ব্যানার ছাড়া সভা'র কার্যক্রম সমাপ্তি করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার।

ব্যানারটিতে শেখ হাসিনার ছবি রয়েছে এবং সভার সভাপতিত্ব করেছেন সাবেক কর্মকর্তা ডাক্তার এখিং মারমা, যিনি গত ৪ মার্চ সেখান থেকে বদলি হয়ে ৮ মার্চ রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। এছাড়া, ১০ মার্চ ব্যানারটি টাঙ্গিয়ে সভা অনুষ্ঠিত হলেও ব্যানারটির তারিখ ছিল ১৫ মার্চ। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফখরুল ইসলাম এমটি (ইপিআই) ভারপ্রাপ্ত কে কৈফিয়ত তলব করা হয়েছে।

কৈফিয়ত তলবে বলা হয়, আপনি বান্দরবান পার্বত্য জেলাধীন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম.টি (ইপিআই) (ভারঃ) পদে কর্মরত আছেন। অদ্য ১০/০৩/২০২৫ খ্রি. তারিখে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫ খ্রি. এর এডভোকেসী সভার ব্যানার তৈরি করার দায়িত্ব প্রদান করা হয়। আপনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নাম উল্লেখিত পুরাতন ব্যানার ব্যবহার করেছেন। যাহা আপনার দায়িত্বে অবহেলা এবং ব্যক্তিগত গাফিলতি হিসেবে প্রতীয়মান হয়েছে। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ) এর (অ), (আ) এর অনুসারে অসদাচরণের আওতাভুক্ত হয়েছে। আপনার এরূপ কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে উপযুক্ত দন্ড কেন আরোপ করা হবে না? তাহা কর্মস্থলে উপস্থিত থেকে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নুর মোহাম্মদ জানান, তিনি সকাল থেকে ইউএনও কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা মিটিংয়ে ছিলেন। নতুন ব্যানারটি প্রিন্ট করতে দায়িত্ব দেওয়া হয়েছিল তার অফিসের কর্মচারী মো. ফকরুলকে। কেন তিনি এমন শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙ্গিয়েছেন, তা জানার জন্য তাকে লিখিতভাবে কৈফিয়ত তলব করা হয়েছে।

মো. ফকরুল জানান, নতুন ব্যানার প্রিন্ট করতে তিনি ছাপাখানায় গিয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকায় নতুন ব্যানার প্রিন্ট করতে পারেননি। কে বা কারা এই ব্যানারটি টাঙ্গিয়েছে জানি না।

এ সম্পর্কিত আরও খবর