রমজানে মাঠে নামছেন না উসমান খাজা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওসমান খাজা

ওসমান খাজা

সারা বিশ্বে যথারীতি শুরু হয়েছে রমজান মাস। এদিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরের শেফিল্ডের কিছু ম্যাচ পড়েছে রোজার মধ্যে। যে কারণে রোজা রেখে কুইন্সল্যান্ডের হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন অজি ওপেনার উসমান খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়া তার (সিএ) ছুটি অনুমোদন করায় খাজার কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইয়ান হিলি।

শেফিল্ডের পরবর্তী ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কুইন্সল্যান্ডের। এই ম্যাচে নির্ধারিত হবে ফাইনালের ভাগ্য। দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান খাজা। রমজান মাসে পারিবারিক সঙ্গকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। আর দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার এমন গুরুত্বপূর্ণ ম্যাচ চুক্তিবদ্ধ ক্রিকেটার কী ভাবে এড়িয়ে যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হিলি। পাশাপাশি সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

তবে বিতর্কের মাঝে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষকে পাশে পাচ্ছেন তিনি। দলটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ক্যারিয়ারের আগামী দশটি টেস্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে খাজা। গত মৌসুম শেষ হওয়ার পরই নির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন তিনি। তা ছাড়া ওনি মনে করেছেন মৌসুমের অধিকাংশ সময় কুইন্সল্যান্ডের হয়ে যে খেলেছে, তারই খেলা উচিত গুরুত্বপূর্ণ ম্যাচে। কারও জায়গা আটকে রাখতে চায়নি। কাউকে বঞ্চিত করতে চায়নি। তার এই সিদ্ধান্ত কুইন্সল্যান্ডের ভবিষ্যৎ দলের গভীরতা এবং শক্তি বৃদ্ধির সহায়ক।’

অবশ্য হিলির সমালোচনা জবাবে এখনও কোন মন্তব্য করেননি ৩৮ বছর বয়সী উসমান খাজা। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও কিছু জানায় নি। তবে শেফিল্ডের ম্যাচে তার না খেলা নিয়ে বেশ আলোচনা হচ্ছে অজি ক্রিকেটাঙ্গনে।

বিজ্ঞাপন