এমবাপের জোড়া গোলে লা-লিগার শীর্ষে মাদ্রিদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লা-লিগার এবারের আসর আরও জমিয়ে তুললো রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা আবারও পুনরুদ্ধার করলো কার্লো আনচেলত্তির দল। পিছিয়ে পড়া ম্যাচে মাদ্রিদ জয় পেয়েছে ২-১ গোলে। ২ ম্যাচ কম খেলা বার্সার থেকে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে কিলিয়াল এমবাপেরা।

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে আধিপত্য বিস্তার করতে পারেনি রিয়াল মাদ্রিদ। বল দখলেও পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে শট, কর্নার ও আক্রমণে অনেক এগিয়ে ছিল ভিয়ারিয়াল। তবে তাতে জয় পায়নি দলটি। ম্যাচের শুরুতেই হুয়ান ফয়থের গোলে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধেই এমবাপের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

বিজ্ঞাপন

ম্যাচের পাঁচ মিনিট যেতেই পরপর দুটি শট ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি থিবো কোর্তোয়া। ফয়থের হাঁটুতে লাগা বল খুঁজে নেয় রিয়ালের জাল। তবে মিনিট দশেক পরেই মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপে। এরপর ২৩ মিনিটে নিজের জোড়া গোল ও মাদ্রিদের জয়সূচক গোলটি করেন এই ফরাসি তারকা।

এই জয়ে লা লিগায় ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৭ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। আজ রাতে (২ টায়) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন