সোহানের সেঞ্চুরিতে ধানমন্ডির সংগ্রহ ২৭৭
-
-
|

ছবি: সংগৃহীত
৭৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দলটিকে। দলের হাল ধরেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। খেলেছেন অপরাজিত ১৩২ রানের ইনিংস। আর তাতেই ২৭৭ রানে থামে ধানমন্ডির ইনিংস।
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে ধানমন্ডি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ধানমন্ডি। প্রথম পাওয়ারপ্লেতে ৪৭ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। ৭৬ রানের মাথায় ওপেনার হাবিবুর রহমান ফিরে যান ৪৫ রান করে। এরপরই দলের হাল ধরেন সানজামুল ইসলাম ও অধিনায়ক সোহান। পঞ্চম উইকেট জুটিতে গড়েন ৫৩ রানের জুটি। সানজামুল ফিরে যান ৪০ রানে।
তবে উইকেটের একপ্রান্ত আগলে ছিলেন সোহান। ৬৪ বলে তুলে নেন অর্ধশতক। আর ১১৪ বলে তুলে নেন সেঞ্চুরি। ৫০ ওভার শেষে ১৩১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন সোহান। আর তাতেই ২৭৭ রানের পুঁজি পায় ধানমন্ডি। শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নিয়েছেন রায়ান রাফছান।