বিসিসিআইয়ের যে নিয়মের সমালোচনা করলেন কোহলি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলি

বিরাট কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ত আইপিএল নিয়ে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের মাঝেও বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ভাবে হারের পর যে নিয়ম করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তা নিয়ে এখনও অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে অনেক ক্রিকেটারকে। এবার বিরাট কোহলি যোগ দিলেন তাদের দলে।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় দিয়ে শুরু করেছিল ভারত। তবে এরপর থেকেই পথ হারায় দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে ৩-১ ব্যবধানে। এরপরেই নড়েচড়ে বসে বিসিসিআই। ক্রিকেটারদের জন্য ছুড়ে দেয় ১০ দফা আচরণবিধি। যার একটি সফর চলাকালীন পরিবারের সঙ্গে সময় কাটানোর বিধিনিষেধ। আর এই নিয়ম নিয়েই সমালোচনা করেছেন কোহলি।

বিজ্ঞাপন

নিয়মটির সমালোচনা করে কোহলি বলেন,‘মানুষকে এটা বোঝানো কঠিন যে আপনি যখন মাঠের ভিতরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তখন পরিবারের পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ।’

কোহলি আরও যোগ করে বলেন,‘আমার মনে হয় না তারা পরিবারের গুরুত্ব বোঝে। আমি এই নিয়মে কিছুটা হতাশ হয়েছি। এমন নিয়ম যারা করেন অথবা করতে চান তাদের দূরে রাখা দরকার।’

বিজ্ঞাপন

এই নিয়মের আগে বিদেশ সফরে অধিকাংশ সফরে কোহলি তার স্ত্রী আনুস্কা শর্মা ও তার সন্তানের সঙ্গে সময় কাটাতেন। তাই স্বাভাবিকভাবেই এই নিয়মে হতাশ হয়েছেন ভারতের এই ব্যাটিং স্তম্ভ।