সর্বনিম্ন রানে অলআউটের পর বড় হার পাকিস্তানের
-
-
|

ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ব্যর্থতার জালে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট। দলকে সাজানো হয়েছে নতুন ভাবে। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। ব্যর্থতার বোঝা আরও এক ধাপ দীর্ঘায়িত হলো আগা সালমানের দলেন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার দিনে কিউইদের দ্বিতীয় সারির দলের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। ১৮.৩ ওভারে ৯১ রান করেই অলআউট হয়েছে তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০.১ ওভারেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
৯২ রানের ছোট লক্ষ্য যে নিউজিল্যান্ড হেসে খেলেই পেরিয়ে যাবে তা আগে থেকেই অনুমেয় ছিল। সে কাজটা আরও সহজ করে দিয়েছেন দুই ওপেনার টিম শেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনে মিলে গড়েছেন ৫৩ রানের জুটি। শেইফার্ট ৪৪ করে ফিরে গেলেও ২৯ রানে অপরাজিত ছিলেন অ্যালেন। আরেক ব্যাটার টিম রবিনসন করেছেন ১৮ রান। তাতেই মাত্র ১০.১ ওভারে জয় তুলে নেয় কিউইরা।
নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ করে দিয়েছিলেন অবশ্য বোলাররা। ১১ রান তুলতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের টপঅর্ডার। খুশদিল শাহ ৩২, জাহানদাদ খান ১৭ ও অধিনায়ক সালমানের ১৮ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। আর তাতেই কিউইদের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। এর আগে কিউইদের বিপক্ষে সর্বনিম্ন ১০১ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড ছিল তাদের।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৩.৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া কাইল জেমিসন হয়েছেন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৯১/১০(১৮.৪ ওভার) (খুশদিল শাহ ৩২,সালমান আগা ১৮, জ্যাকব ডাফি ৪/১৪, কাইল জেমিসন ৩/৮)
নিউজিল্যান্ড: ৯১/১(১০.১ ওভার) ( টিম শেইফার্ট ৪৪, ফিল অ্যালেন ২৯, আবরার আহমেদ ১/১৫)
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কাইল জেমিসন