১৯৫৫ সালের পর...
-
-
|

১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর এই প্রথম ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা ঘরে তুলল নিউক্যাসল ইউনাইটেড
১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর এই প্রথম ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা ঘরে তুলল নিউক্যাসল ইউনাইটেড
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরিকে দেখার অপেক্ষা অনেক দিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের জার্সিতে এ মাসেই মাঠে নামবেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। আজ (সোমবার) সকাল পৌনে বারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
হামজা ও তার পরিবারকে বরণ করে নিয়েছেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। তাদের সঙ্গে ছিলেন হামজার বাবা মোরশেদ চৌধুরি। এছাড়া বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত সমর্থকেরা। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশের।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে হামজা বলেন, ‘দেশে ফিরে খুব ভালো লাগছে। বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবো এই আনন্দে আমি ভীষণ রোমাঞ্চিত। কোচ কাববেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব। ইনশাআল্লাহ ভারতের সঙ্গে আমরা জিতবো।’
এছাড়া গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজার বাবা মোরশেদ চৌধুরি বলেন,‘মাতৃভূমির প্রতি অসামান্য টানের কারণে সে (হামজা) আসছে। শেকড় যাতে ভুলে না যায় সে কারণেই তাকে আমি একে এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।’
সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে গেছেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ ক্লাব শেফিন্ড ইউনাইটেডের খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারই প্রথম একই সময়ে হচ্ছে। যার ফলে দুই লিগের মাঝে তৈরি হয়েছে বাড়তি প্রতিযোগিতা। তবে এ প্রতিযোগিতায় আইপিএলকেই বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। তার জন্য অবশ্য আইনি জটিলতায় পড়তে হচ্ছে তাকে।
মূলত পিএসএলে খেলার কথা ছিল বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে তাকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাকে।
লিজাড উইলিয়ামসের বদলি হিসেবে বশকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রোটিয়া এই অলরাউন্ডারকে।
পিসিবি তাদের বিবৃতিতে বলেছে, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।
ছবি: সংগৃহীত
শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা সর্বকালের সেরা ক্রিকেটারদের মাঝে থাকবেন উপরের সারিতে। দুজন অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তবে আবারও ব্যাট হাতে প্রতিপক্ষ হয়ে ফিরলেন দুজন। সেখানে অবশ্য শচীনের কাছে হার মানতে হয়েছে লারাকে।
সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত মাস্টার্স দল। লারার দলকে ছয় উইকেটে হারিয়েছে শচীনের ভারত। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটি শিরোপা ঘরে তুললো ভারত।
ইন্টারন্যাশনাল মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানের মাথায় ৬ রান করে ফিরে যান লার। দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন লেন্ডল সিমন্স। এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান করেন ওপেনার ডোয়াইন স্মিথ। তাতেই ১৪৮ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ দল।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আম্বাতি রাইদুর সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৭.৫ ওভারে ৬৭ রান করেন শচীন। ১৮ বলে ২৫ রান করে শচীন ফিরে গেলেও রাইডুর ব্যাট থেকে আসে ৭৪ রান। যুবরাজ সিং অপরাজিত থাকেন ১৩ রানে। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ম্যাচসেরা হয়েছেন ৫০ বলে ৭৪ রান করা রাইদু।
ছবি- বার্তা২৪.কম
নিজ দেশের লাল-সবুজ জার্সিতে খেলতে দেশে ফিরলেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা একমাত্র বাংলাদেশি তারকা ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান দেওয়ান হামজা চৌধুরী।
সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এখান থেকে সরাসরি তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ফিরবেন। এ উপলক্ষে স্থানীয়রা তাকে স্বাগত জানানোর জন্য তোরণ বা গেট স্থাপন করেছেন।
এদিকে, সিলেটের ছেলে নিজ দেশের হয়ে খেলবে বলে তাকে বরণ করতে ও এক নজর নিজ চোখে দেখতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন ফুটবলপ্রেমিরা। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউবা লাল সবুজের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হামজা চৌধুরী দেশে ফেরা উপলক্ষে ফুটবলপ্রেমিদের উপস্থিতির পাশাপাশি আগে থেকে বিমানবন্দের ছিল গণমাধ্যমকর্মীদের ভিড়।
বাফুফের সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে রাত দুইটায় সিলেটের উদ্দেশ্য রওনা হন হামজা। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে আগে থেকেই উপস্থিত ছিলেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। তারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। আজ তার নিজগ্রামের বাড়ি হবিগঞ্জে যাবেন। সেখান থেকে রাত অথবা আগামীকাল ঢাকায় গিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর সব ঠিক থাকলে মাঠে নামবেন ভারতের বিপক্ষে।