টিভিতে আজ যা থাকছে খেলার আয়োজন
-
-
|

টিভিতে দেখুন
টিভিতে দেখুন
হামজা চৌধুরী
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে দেখার অপেক্ষা অনেক দিনের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বাংলাদেশের জার্সিতে এ মাসেই মাঠে নামবেন ইংলিশ লিগে খেলা এই ফুটবলার। ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি। আজ (সোমবার) সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা।
বাংলাদেশ সময় রাত দু’টায় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সিলেট ফ্লাইটে রওনা দেন হামজা। তাকে বরণ করে নিতে কমতি রাখেনি বাফুফেও। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। তাদের সঙ্গে আছেন হামজার বাবা মোরশেদ চৌধুরী। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন তারা।
বাফুফের পাশাপাশি পিছিয়ে নেই বাংলার ফুটবলপ্রেমী মানুষরাও। হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে ভিড় জমিয়েছে তারা।
সিলেট বিমানবন্দরে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
শ্রেয়ার কণ্ঠে বাংলা গান শোনার দাবিও তুলতে পারেন দর্শকরা
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে এক ঐতিহাসিক রাত, যেখানে ক্রিকেটের সঙ্গে থাকবে বলিউড ও সঙ্গীতের মিশ্রণ। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হাইভোল্টেজ ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিসিআই।
আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি কিং কোহলি ও কিং খানের দল। কলকাতার মাটিতে আরসিবি বনাম কেকেআরের দ্বৈরথ মানেই অন্য মাত্রার উত্তেজনা। ২০০৮ সালে আইপিএলের পথচলা শুরু হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে, যেখানে ব্রেন্ডন ম্যাককালামের ঐতিহাসিক ১৫৮ রানের ইনিংস এখনও সমর্থকদের মনে উজ্জ্বল। এবারও তেমনই রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রত্যাশা।
এই ম্যাচে বিরাট কোহলির সামনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নাইটদের স্পিন জুটি— সুনীল নারাইন ও সি ভি বরুণ। অন্যদিকে, কেকেআরের ব্যাটিং অর্ডারে ফিল সল্ট ও আন্দ্রে রাসেলদের বিপক্ষে আরসিবির জশ হেজলউডরা প্রস্তুত। তবে শুধু ক্রিকেট নয়, ২২ মার্চের আসল আকর্ষণ হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান।
ম্যাচের আগে ৩০-৪৫ মিনিটের এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকছেন সঙ্গীত ও সিনেমার জনপ্রিয় তারকারা। বলিউডের হার্টথ্রব দিশা পাটানি স্টেজ মাতাবেন নাচের ঝড় তুলে। একই সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। বাংলার মাঠে কেকেআরে বাঙালি ক্রিকেটার না থাকলেও, শ্রেয়ার কণ্ঠে বাংলা গান শোনার দাবিও তুলতে পারেন দর্শকরা।
পাঞ্জাবি র্যাপার করণ আউজলাও থাকছেন এই আয়োজনে। তাঁর ‘হুস্ন তেরা তওবা তওবা’ গানটি ভাইরাল হওয়ায়, ইডেনেও তার পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
ইডেনে যখন কেকেআরের খেলা, তখন শাহরুখ খানকে ছাড়া ভাবাই কঠিন। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ নিশ্চিত নয়, তবে নাইট রাইডার্সের ‘বিগেস্ট চিয়ারলিডার’ হিসেবে গ্যালারিতে তাঁর উপস্থিতি অনিবার্য।
সব মিলিয়ে ২২ মার্চ ইডেনে শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, হতে চলেছে এক মহাযজ্ঞ। মাঠে বিরাট কোহলির ব্যাট, গ্যালারিতে শাহরুখের আবেগ, আর স্টেজে বলিউড-সঙ্গীতের মেলবন্ধন- এমন উদ্বোধন মিস করা করা কঠিন!
১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর এই প্রথম ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা ঘরে তুলল নিউক্যাসল ইউনাইটেড
হামজা চৌধুরী
দেশের ফুটবল ভক্তদের অনেকদিনের স্বপ্ন ছিল কুঁকড়ানো চুলের ছেলেটা একদিন বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ মাতাবে। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরির। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার পিতৃভূমি বাংলাদেশে পা রাখবেন তিনি। তাকে নিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করেছে বাফুফে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগামীকাল দেশে পা রাখবেন হামজা। ব্রিটেনের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে অবতরণ করবেন হামজা। তার আগমন নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের ফুটবল ভক্তরা। এ জন্য দেশের প্রবাসী এই ফুটবলারের জন্য বাড়তি নিরাপত্তার কথা ভেবেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সিলেট বিমানবন্দরে নেমে মায়ের বাড়ি হবিগঞ্জের বাহুবল গ্রামে যাবেন হামজা তার যাত্রার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য আজ রোববার সিলেট গিয়ে বাফুফের চার সদস্যের প্রতিনিধি দল। যেখানে দুই জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলার বাহিনীর সাথে বাফুফে কর্মকর্তারা সাক্ষাৎ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এ বিষয়ে বাফুফের প্রতিনিধি দলের সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন বলেন, 'আমরা সিলেট বিমানবন্দরে নেমেই বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করব।'
কেমন গাড়ি থাকবে হামজাকে বরণ করতে সে প্রশ্নে উত্তরে বাফুফের প্রতিনিধি দলের আরেক সদস্য গোলাম গাউস বলেন, 'হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পান।'
সিলেটে নেমে সেখানে একদিন অবস্থান করবেন হামজা। তার নিরাপত্তারে বিষয়ে তিনি বলেন,‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ৬ জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।'
১৮ই মার্চ বাফুফের টিম হোটেলে রিপোর্ট করার কথা হামজার। তার একদিন পরে ১৯ মার্চ বাফুফের অফিসিয়াল ফটোসেশন হবে। এরপর সংবাদ সম্মেলন করবে টিম। আর ২০ মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দিবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।