হামজাকে বরণে প্রস্তুত ছাদখোলা বাস
-
-
|

হামজা চৌধুরী
দেশের ফুটবল ভক্তদের অনেকদিনের স্বপ্ন ছিল কুঁকড়ানো চুলের ছেলেটা একদিন বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ মাতাবে। অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরির। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার পিতৃভূমি বাংলাদেশে পা রাখবেন তিনি। তাকে নিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করেছে বাফুফে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগামীকাল দেশে পা রাখবেন হামজা। ব্রিটেনের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে অবতরণ করবেন হামজা। তার আগমন নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের ফুটবল ভক্তরা। এ জন্য দেশের প্রবাসী এই ফুটবলারের জন্য বাড়তি নিরাপত্তার কথা ভেবেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সিলেট বিমানবন্দরে নেমে মায়ের বাড়ি হবিগঞ্জের বাহুবল গ্রামে যাবেন হামজা তার যাত্রার নিরাপত্তায় যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য আজ রোববার সিলেট গিয়ে বাফুফের চার সদস্যের প্রতিনিধি দল। যেখানে দুই জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলার বাহিনীর সাথে বাফুফে কর্মকর্তারা সাক্ষাৎ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এ বিষয়ে বাফুফের প্রতিনিধি দলের সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন বলেন, 'আমরা সিলেট বিমানবন্দরে নেমেই বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারব। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করব।'
কেমন গাড়ি থাকবে হামজাকে বরণ করতে সে প্রশ্নে উত্তরে বাফুফের প্রতিনিধি দলের আরেক সদস্য গোলাম গাউস বলেন, 'হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পান।'
সিলেটে নেমে সেখানে একদিন অবস্থান করবেন হামজা। তার নিরাপত্তারে বিষয়ে তিনি বলেন,‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ৬ জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।'
১৮ই মার্চ বাফুফের টিম হোটেলে রিপোর্ট করার কথা হামজার। তার একদিন পরে ১৯ মার্চ বাফুফের অফিসিয়াল ফটোসেশন হবে। এরপর সংবাদ সম্মেলন করবে টিম। আর ২০ মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দিবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।