ফাইনাল শেষে ওয়ানডে কে বিদায় বলবেন রোহিত!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা

রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেটে তরুণ খেলোয়াড়দের অভাব নেই। ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্সের পরেও জাতীয় দলে সুযোগ হয়না অনেকের। এর কারণ অবশ্য আছে। কারণ ভারতীয় দলে সুযোগ পেতে হলে সেরাদের সেরা হতে হয়। তাই ব্যাটে বলে জাতীয় দলের কেউ খারাপ করলে ওঠে সমালোচনা। অভিজ্ঞ খেলোয়াড়রা খারাপ খেললে ওঠে অবসরের গুঞ্জন।

এবার এ গুঞ্জন উঠেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এ ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর অবসর নেবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। এরই মাঝে ফাইনালের আগে রোহিতের অবসর নিয়ে মুখ খুলেছেন সহ-অধিনায়ক শুভমান গিল।

বিজ্ঞাপন

ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে গিল বলেন, আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না। ম্যাচ জেতার কথা ভাবছি। কী ভাবে ম্যাচ জেতা যায় সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয, রোহিত ভাইও এখন জেতার কথাই ভাবছে। তার সব লক্ষ্য দেশের হয়ে আর একটা আইসিসি ট্রফি জেতা। আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি। তার পরে রোহিত ভাই অবসরের কথা ভাববে।’

সাদা বলের ক্রিকেটে পর পর তিন বছর ভারতকে তিনটি আইসিসি ট্রফির ফাইনালের তুলেছেন রোহিত। প্রথমে ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ। তার পর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব শেষে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। এক দিনের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই ধাক্কা সামলে এ বার ৫০ ওভারের একটি আইসিসি ট্রফি জিততে মরিয়া রোহিত। তার বাইরে আপাতত কিছু নিয়ে ভাবছেন না ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন