তামিমের সেঞ্চুরিতে বড় ব্যবধানে জিতল মোহামেডান

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে আজ রোববারের ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দারুণ জয়ে তিন ম্যাচের ২টিতে জয় তুলে পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আসরের তারকাবহুল ক্লাবটি।

বিকেএসপিতে আজ রোববার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৪৬.ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০.ওভারে উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় মোহামেডান।

বিজ্ঞাপন

টস জিতে শুরুটা দারুণভাবে করলেও লড়াকু পুঁজি তুলতে পারেনি পারেটেক্স। ওপেনিংয়ে নামা জয়রাজ শেখ ৫৬ বলে ৩৮ রান করে আউট হলে দলের হাল ধরেন চারে নামা আহরার আমিন পিয়ান। অপরপ্রান্তে আসা-যাওয়ার পালা বাড়লেও ২২ গজে শেষপর্যন্ত দলকে টেনে নিয়ে যান পিয়ান। ৪৬ ওভারে আউট হয়ে মাঠ ছাড়ার আগে ৮৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে রাখেন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন জাওয়াদ রয়েন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। আর নাসুম আহমেদ ৩টি, সাইফ উদ্দিন ২টি ও আবু হায়দার রনি নেন ১ টি উইকেট।

জবাবে ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবালের ঝলকানিতে জয়ের বন্দরে নোঙর করে মোহামেডান। জাতীয় দল থেকে বিদায় নিলেও ওয়ানডে ফরম্যাটে নিজের ফর্ম ধরে রেখে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিপিএলের চ্যাম্পিয়ন দলপতি তামিম। ১১২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

২৫ ওভারে অপরপ্রান্তে তামিমকে সঙ্গ দেওয়া তাওহিদ হৃদয় ৩৭(৪৩) রান করে আউট হলে মাঠে নামেন সদ্য ওয়ানডেকে বিদায় বলা মুশফিকুর রহিম। ৪৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন এই জুটি। তাতে ৪০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দলটি। পারটেক্সের হয়ে ১টি করে উইকেট তুলে নেন জাওয়াদ রয়েন,মুহুর শেখ ও নাঈম ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ৪৬.৩ ওভারে ২১৮/১০ (জয়রাজ ৩৮, পিয়ান ৭৮, জাওয়াদ ৪২; তাইজুল ৫০/৪, সাইফ ৩২/২, নাসুম ৪২/৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪০.২ ওভারে ২২২/৩ ( তামিম ১২৫*, তাওহিদ হৃদয় ৩৭,মুশফিক ৩৫*; মুহুর শেখ ১১/১)

ফল: মোহামেডান ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : তামিম ইকবাল