শিরোপা জিততে ভারতের চাই ২৫২

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুটা স্বপ্নের মতই করেছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং দুজনে মিলে গড়েছিলেন ৫৭ রানের জুটি। এমন শুরু আভাস দিচ্ছিল বড় সংগ্রহের। তবে মাঝে ভারতের স্পিনারদের দাপটে ব্যাটিংধ্বসে রানের চাকা মন্থর হয়েছে কিউইদের। ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫১ রানেই থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস।

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৬৩ রান এসেছে ড্যারেল মিচেলের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন রাচিন। তবে উইকেটের অপর প্রান্তে দেখেশুনে শুরু করেন ইয়াং। তবে তাদের ৫৭ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২৩ বলে ১৫ রান করে ফিরে যান ইয়াং।

ইয়াংয়ের বিদায়ের পর ম্যাচে দুইবার জীবন পাওয়া রাচিনও ফিরে যান ২৯ বলে ৩৭ রান করে। আসরে এর আগে দুই সেঞ্চুরি করা বিধ্বংসী কিউই এই ব্যাটারকে ফেরান কুলদ্বীপ যাদব। সেমিফাইনালে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনও হার মানের কুলদ্বীপের ঘূর্ণিতে। ফেরেন ১১ রান করে। উইকেটরক্ষক ব্যাটার টম লাথাম রবীন্দ্র জাদেজার বলে ১৪ রান করে ফিরে যান সাজঘরে।

বিজ্ঞাপন

১০৮ রানে ৪ উইকেট হারানো নিউজিল্যান্ডের হাল ধরেন মিচেল ও গ্লেন ফিলিপস। দুজনে মিলে গড়েন ৫৭ রানের জুটি। ৫২ বলে ৩৪ রানে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকারে পরিণত হন ফিলিপস। ১৬৫ রানে পাঁচ উইকেট হারায় কিউইরা। তবে একপ্রান্ত আগলে ছিলেন মিচেল। ৯১ বলে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। মিচেল ফিরেছেন ৬৩ রান করে। শেষে মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে ২৪৯ রানে বেঁধে রেখেছিল নিউজিল্যান্ড। যদিও সে ম্যাচ হেরেছিল কিউইরা। তবে গ্রুপ পর্বের ম্যাচের বোলিং পারফরম্যান্স সাহস জোগাবে কিউইদের।