ভারতের স্পিন ঘূর্ণিতে বিপদে নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুটা স্বপ্নের মতই করেছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং দুজনে মিলে গড়েছিলেন ৫৭ রানের জুটি। তবে অষ্টম ওভার থেকেই ব্যাটিংধ্বসে পড়ে নিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখার সময় ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০১ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই ভয়ডরহীন ব্যাটিং শুরু করেন রাচিন। তবে উইকেটের অপর প্রান্তে দেখেশুনে শুরু করেন ইয়াং। তবে তাদের ৫৭ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ২৩ বলে ১৫ রান করে ফিরে যান ইয়াং।

বিজ্ঞাপন

ইয়াংয়ের বিদায়ের পর ম্যাচে দুইবার জীবন পাওয়া রাচিনও ফিরে যান ২৯ বলে ৩৭ রান করে। আসরে এর আগে দুই সেঞ্চুরি করা বিধ্বংসী কিউই এই ব্যাটারকে ফেরান কুলদ্বীপ যাদব। সেমিফাইনালে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনও হার মানের কুলদ্বীপের ঘূর্ণিতে। ফেরেন ১১ রান করে।

৭৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরা কিউইদের ম্যাচে ফেরানোর চেষ্টা করছেন ড্যারেল মিচেল ও টম লাথাম। লাথাম ১১ ও মিচেল অপরাজিত আছেন ১৭ রানে।

বিজ্ঞাপন