বিফলে আল-আমিনের শতক, টানা তিন হার রূপগঞ্জের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম উইকেট জুটিতেই ৬২ রান। জিশান আলম ও পারভেজ হোসেন ইমন মাত্র ১১.১ ওভারেই গড়েন এই জুটি। তাদের এমন বিধ্বংসী জুটিই আভাস দিয়েছিল আবাহনী লিমিটেডের জয়ের। তেমনটাই হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে রূপগঞ্জ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী।

আজ ররিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৬০ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ম্যাচসেরা হয়েছেন ম্যাচের একমাত্র শতক হাঁকানো আল-আমিন জুনিয়র।

বিজ্ঞাপন

২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিশান ও ইমনের ৬২ রানের জুটিতে দারুণ শুরু পায় আবাহনী। জিশান ৩৯ ও ইমনের ব্যাট থেকে আসে ৪৭ রান। আবাহনীর হয়ে দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন। ৬১ বলে ৬০ করে সাজঘরে ফেরেন তিনি। শেষে মোসাদ্দেকের ৩৮ বলে ৪৭ রানের ইনিংসে ২.৩ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আবাহনী।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। ৭২ রান তুলতেই প্রথম চার ব্যাটারকে হারায় তারা। এরপর দলের হাল ধরেন আল-আমিন জুনিয়র। উইকেটের একপ্রান্ত আগলে রেখে খেলেন ৮৯ বলে ১০৪ রানের ইনিংস। শেষে ফয়সালের ৪৭ বলে ৪৯ রানের ইনিংসে ২৬০ রান তোলে রূপগঞ্জ।

বিজ্ঞাপন

এই হারে তিন রাউন্ড শেষে আসরের একমাত্র দল হিসেবে এখনও জয়ের দেখা পায়নি রূপগঞ্জ টাইগার্স। পয়েন্ট টেবিলের একদম তলানিতে আছে তারা। আর ৩ ম্যাচে ২ জয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী।