নাগরিকত্ব পাল্টে আইপিএলে খেলতে চান আমির

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির

উপমহাদেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার আশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। রাজনৈতিক কারণে আইপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের দলে নেওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিসিআই। আমির সেটা জানেন এবং জেনেই তার আগ্রহের কথা জানিয়েছেন। যে কারণে নাগরিকত্ব পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি।

আগামী ২২ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএলের চলতি আসর। আসরের আগে আমিরের মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট পাড়ায়। মূলত আমির পাকিস্তানি নাগরিক হলেও তার স্ত্রী নারজিস খাতুন ব্রিটেনের একজন পেশাদার আইনজীবী। তারই সুত্র ধরে ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা আছেন আমির। তিনি আশাবাদী আগামী বছর নাগাদ আইপিএলে খেলার সুযোগ পাবেন তিনি।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে খেলা ৩২ বছর বয়সী এ বোলার জানান, আগামী বছর নাগরিকত্ব পেলে আমার আইপিএল খেলার সুযোগ তৈরি হবে। যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না? আমি আইপিএল খেলতে চাই এবং আশা ছাড়ছি না। আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ। কিন্তু আমাদের সাবেক ক্রিকেটারেরা তো ধারাভাষ্য দিচ্ছে। কোচও হয়েছেন অনেকে।’

আইপিএলে নিজের পছন্দের দলও ঠিক করে ফেলেছেন তিনি। খেলতে চান বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর হয়ে। আমির জানান,‘ আমার বিরাট কোহলিকে খুব পছন্দ। ওর মতো প্রতিভাকে আমি শ্রদ্ধা করি। বিরাট আমাকে ব্যাট উপহার দিয়েছিল। ওর ব্যাটিংয়ের ভক্ত আমি। বিরাট আমার বোলিংও পছন্দ। ওর ব্যাট নিয়ে আমি খেলেওছি। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে ভাল লাগবে।’

বিজ্ঞাপন

বর্তমানে পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলতে না পারলেও একসময় ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন, রমিজ রাজা ধারাভাষ্য দিয়েছেন, আর আজহার মাহমুদ ২০১২ সালে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছেন। সেই পথেই হাঁটতে চান আমির।