টি-টোয়েন্টি থেকে যে কারণে বাদ রিজওয়ান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট সবসময় আলোচনায় থাকে। তাদের নিয়ে এ আলোচনার পরিমাণটা নেতিবাচকভাবেই বেশি হয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির বড় ইভেন্টগুলোতে পাকিস্তান বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো জয় পায়নি পাকিস্তান। দল নির্বাচনের পর থেকেই সমালোচনায় জড়িয়ে যাওয়া মোহাম্মদ রিজওয়ারের দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবার আগে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ওয়ানডেতে পাকিস্তানের ফর্ম বেশ ভালোই ছিল। তবে নিজেদের ফর্ম বড় আসরে কাজে লাগাতে পারেনি তারা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষেও দেখতে হয়েছে হার। আর তাতেই ক্রিকেটারদের উপর ক্ষেপেছে বোর্ডও। দলকে সাজানো হয়েছে নতুন ভাবে। যেখানে টি-টোয়েন্টি দল থেকে রিজওয়ানকে বাদ দেওয়ার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়েছে অধিনায়কত্বও।

বিজ্ঞাপন

অবশেষে জানা গেছে রিজওয়ানকে দল থেকে বাদ দেওয়ার কারণ। ক্রিকেট পাকিস্তান দাবি করেছে ভারতের বিপক্ষে হারের পর রিজওয়ান টিমমেটদের ডেকে বলেন,‘হার-জিত খেলার অংশ, আমাদের হারের কারণে খেলোয়ারদের কিছু হবে না। কোচ অথবা নির্বাচকরা পরিবর্তিত হবে।’

ধারণ করা হচ্ছে রিজওয়ানের এমন মন্তব্যের পরেই তাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য টি-টোয়েন্টিতে রিজওয়ানের পারফরম্যান্সও খুব একটা ভালো না। টি-টোয়েন্টিতে রিজওয়ানের স্ট্রাইকরেট মাত্র ১২৫.৩৭। যা আধুনিক টি-টোয়েন্টি বিবেচনায় অনেক কম।

বিজ্ঞাপন