ভারত-নিউজিল্যান্ড ফাইনালে আম্পায়ারের দায়িত্ব থাকছেন যারা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে টানা জয়ে ফাইনাল নিশ্চিত করা ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বহুল কাঙ্ক্ষিত ম্যাচে কারা থাকবেন ম্যাচ অফিসিয়াল, সেটা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ শুক্রবার এক বিবৃতিতে আসরের ফাইনালের দায়িত্বে থাকা ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার।

বিজ্ঞাপন

টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে থাকছেন ইলিংউথ। গত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন আইসিসির এলিট প্যানেলের অভিজ্ঞ সদস্য শ্রীলঙ্কার রঞ্জন মাধুগালে।

টানা চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারে তকমা পাওয়া ইলিংউথ চ্যাম্পিয়ন্স গ্রুপ-পর্বে নিউজিল্যান্ড-ভারতের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। ওই ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হেরেছিল কিউইরা। পাশাপাশি প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।