ব্যর্থতার পরও মাহমুদউল্লাহ- মুশফিকদের পাশে দাঁড়ালেন শান্ত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ছিল দেশের ক্রিকেটের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ানডে। তবে শেষটাও ভালোভাবে রাঙ্গাতে পারলেন না তারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরে সেমিতে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগারদের। এমন হারের পরও দলের সিনিয়র খেলোয়াড়দের পাশে দাড়ালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গতকাল সোমবার নিউজিল্যান্ডের কাছে হেরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শান্ত। সেখানে মুশফিকুর রহিমকে নিয়ে শান্ত বলেন,‘ আমি মুশফিক ভাইয়ের শেষ পাঁচ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না কারণ তাঁর কিপিং খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে, আমরা দলের জন্য তার অবদান দেখেছি। তিনি শেষ তিন ইনিংসে ব্যর্থ হতে পারেন, কিন্তু পরবর্তী ম্যাচে তিনি কামব্যাক করতে পারেন।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন,‘আমি চাই না দুই সিনিয়রকে (মুশফিক ও মাহমুদউল্লাহ) আলাদা ভাবে দেখাতে। একটি দল হিসেবে, আমরা ম্যাচটি ভালো খেলিনি। এটা সিনিয়রদের থেকে আকাশছোঁয়া প্রত্যাশা রাখার বিষয় নয়। আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি।’

বাংলাদেশ দলে মুশফিক ও মাহমুদউল্লাহ অটোচয়েজ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলত তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগত। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাইয়ের খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।’

বিজ্ঞাপন