চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ সালের সেই আসরে চমক দেখিয়ে সেমি-ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবারের আসরে এই দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সবার আগে। নিউজিল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের হারে বাংলাদেশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন শেষ পাকিস্তানেরও।
আজ সোমবার রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬.১ ওভারে জয়ের বন্দরে পা রাখে কিউইরা।
বাংলাদেশ-পাকিস্তানের বিদায়ে গ্রুপ এ' থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড ও ভারত।
২৩৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৫ রান তুলতেই দুই উইকেট হারায় কিউইরা।
প্রথম আঘাতটা হানেন তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভারেই। আগের ম্যাচের সেঞ্চুরি করা উইল ইয়াংকে তাসকিন রানের খাতাই খুলতে দেননি। নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন নাহিদ।
এরপর ডেভন কনওয়ে ও রাচিন মিলে গড়েন ৫৭ রানের জুটি। মুস্তাফিজুর রহমানের বলে কনওয়ে ফিরে যান ৩০ রান করে। তবে উইকেটের একপ্রান্ত আগলে থেকে রাচিন ৯৫ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। টম লাথামকে নিয়ে গড়েন ১২৯ রানের জুটি। দলীয় ২০১ রানে রিশাদ হোসেনের বলে আউট হওয়ার আগে ১১২ রান করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া লাথামও এদিন ৭১ বলে অর্ধশতকের দেখা পেয়েছেন। তিনি ফেরেন ৫৫ রানে। ততোক্ষণে জয়ের দ্বারপ্রান্তে চলে যায় কিউইরা। ফিনিশিং দেন মিশেল ব্রেওয়েল (১১) ও গ্লেন ফিলিপস (২১)।
এর আগে রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে দলকে শুভ সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। এর পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। দলীয় ৪৫ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে ফিরে যান তামিম। ৩ নাম্বারে ব্যাটিং করতে নামা মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে এদিনও ব্যর্থ। দলীয় ৬৪ রানের মাথায় মিরাজ ফিরেছেন ১৪ বলে ১৩ রান করে। আগের ম্যাচের শতক হাঁকানো তাওহীদ হৃদয় ফিরেছেন ২৪ বলে মাত্র ৭ রান করে।
মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের উইকেট হারানোর পর বড় দায়িত্ব ছিল দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের উপর। কিন্তু অভিজ্ঞতার মূল্যায়ন করতে পারেননি দুজনের কেউই। চাপের মুহূর্তে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন দুজনই। মুশফিক করেছেন ২ রান আর রিয়াদ আউট হয়েছেন ৪ রান করেই।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর দিনে একপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক শান্ত। দলীয় ১৬৩ রানের মাথায় আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে আসে ৭৭ রান। এরপর রিশাদ হোসেন খেলেন ২৫ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস।
ভারতের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও রানের দেখা পেয়েছেন জাকের। চাপের মাঝে রান আউট হওয়ার আগে খেলেছেন ৫৫ বলে ৪৫ রানের ইনিংস। আর তাতেই ২৩৬ রান করতে সক্ষম হয় টাইগাররা।
এদিন মাঠে নামার আগে টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ স্পষ্ট ছিল বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। অন্যদিকে আসরের প্রথম দুই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল পাকিস্তান।
বাংলাদেশ-পাকিস্তানের গ্রুপের অন্য দুই দল ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে দুটি করে। অন্যদিকে দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ-পাকিস্তান। তাই সেমিফাইনালে খেলার সুযোগ নেই এই দুই দলের সামনে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে কেবলই নিয়মরক্ষার।