রাচিন-লাথাম জুটিতে চাপে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশকে। ২৩৬ রানের ছোট পুঁজি নিয়ে বল করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ১৫ রানেই তুলে নিয়েছিল নিউজিল্যান্ডের ২ উইকেট।

প্রথম আঘাতটা হানেন তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভারেই। আগের ম্যাচের সেঞ্চুরি করা উইল ইয়াংকে তাসকিন রানের খাতাই খুলতে দেননি। নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসনের উইকেট তুলে নেন নাহিদ।

বিজ্ঞাপন

এরপর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র মিলে গড়েন ৫৭ রানের জুটি। মুস্তাফিজুর রহমানের বলে কনওয়ে ফিরে যান ৩০ রান করে। তবে উইকেটের একপ্রান্ত আগলে ছিলেন রাচিন। তুলে নিয়েছেন অর্ধশতক।

 এ রিপোর্ট লেখার সময় ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য ২০ ওভারে প্রয়োজন মাত্র ৮৬ রান। হাতে আছে ৭ উইকেট। রাচিন অপরাজিত আছেন ৮৫ রানে।

বিজ্ঞাপন