রাজার মতো করেই ফিরলেন কোহলি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলি

বিরাট কোহলি

অনেকদিন ধরেই ব্যাটে রানে নেই বিরাট কোহলির। বার বার এই ধরণের বলে আউট হওয়ার কারণে সমালোচিত হয়েছেন কোহলি। তবে আইসিসির বড় কোনো টুর্নামেন্টে কোহলি খেলবেন আর ভালো করবেন না এমন হতে পারেনা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই বেছে নিলেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে রাজার মতই ফিরলেন কিং কোহলি। তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫১ তম শতক।

অবশ্য কোহলি এদিন সেঞ্চুরি পাবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ১৫ রান, ভিরাট কোহলির সেঞ্চুরি ছুঁতে দরকার ১২। এমন সময়ে শাহিন শাহ আফ্রিদির ওয়াইডে অতিরিক্ত রানে কোহলির সেঞ্চুরি হওয়ার সুযোগ কমেছে। তবে তার সেঞ্চুরি করতে তার যোগ্য সঙ্গ দিয়েছেন অক্ষর প্যাটেল। জেতার জন্য দলের যখন প্রয়োজন ২ রান, সেঞ্চুরি করতে কোহলির দরকার ৪ রানের। খুশদিল শাহর বলে দারুণ ইনসাইড আউট শটে বল সীমানা ছাড়া করলেন ভারতের ব্যাটিং গ্রেট। আর তাতেই তার রাজকীয় ক্রিকেট ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি রত্ন।

বিজ্ঞাপন

কোহলির শ্রেষ্ঠত্বের ঝলমলে মুকুটে এরকম মহামূল্য রত্নের অভাব নেই। প্রায় দেড় যুগের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দিয়ে নিজেকে তুলে নিয়েছেন তিনি সর্বকালের সেরাদের উচ্চতায়। তবুও দীর্ঘদিন ধরে রান খরায় ভোগা কোহলির জন্য এ সেঞ্চুরি একটু বেশিই স্বস্তির।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরির পর বাকিগুলোয় ভালো করতে পারেননি কোহলি। দলে জায়গা পাওয়া নিয়েও উঠেছিল প্রশ্ন। বোর্ডের নতুন নিয়মের কারণে এক যুগের বেশি সময় পর রাঞ্জি ট্রফিতে ফিরতে হয়েছে। এর আগে আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজর তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলে প্রথমটিতে ব্যর্থ হয়েছেন। পরেরটিতে ফিফটি করলেও আসল কোহলিকে পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

এত ব্যর্থতার পরেও কোহলির জায়গা নিয়ে প্রশ্ন ওঠার কথা না। তবে উঠেছে অন্য কারণে। যেখানে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে কোহলি সেখানে তরুণ খেলোয়াড়রা ভালো করার পরেও দলে জায়গা পাচ্ছেন না। তাই সবদিক থেকেই চাপ বাড়ছিল। কিন্তু কোহলি ঠিকই প্রমাণ করলেন, তার ফুরিয়ে যাওয়া এখনও অনেক দূরের পথ।

নিজেকে ফিরে পেয়ে কোহলিও নতুন করে পেলেন আত্মবিশ্বাস। ম্যাচ শেষে বলেন, ‘এরকম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, যেখানে সেমিতে জায়গা করে নেওয়ার ব্যাপার ছিল, সেখানে এভাবে ব্যাট করতে পেরে ভালো লাগছে। রোহিতের বিদায়ের পর দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেও ভালো লাগছে। গত ম্যাচ থেকে যা কিছু বুঝতে পেরেছিলাম, আজকে তা কাজে লাগাতে হতো।’

ওয়ানডে বা টি-টোয়েন্টি যেটিই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, এশিয়া কাপ মিলিয়ে বড় আসরে পাকিস্তানের বিপক্ষে ২৩ ম্যাচ খেলে চার সেঞ্চুরি ও সাত ফিফটি কোহলি। ১ হাজার ২২১ রান করেছেন ৮১.৪০ গড়ে। ম্যান অব দা ম্যাচ হয়েছেন ৮ বার।

টানা দুই জয়ে সেমি-ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে ভারত। পরের ম্যাচের আগে তারা বিরতি পাচ্ছে ছয় দিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরের ম্যাচ  ২ মার্চ।