‘ডু অর ডাই’ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতেছিল বাংলাদেশ। তবে এবার আর টস ভাগ্য বাংলাদেশের পক্ষে থাকলো না। রাওয়ালপিন্ডিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

টসে হেরে অবশ্য হতাশা প্রকাশ করতে দেখা গেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। টসে জিতলে আগে বোলিং নিতেন বলে জানান শান্ত।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে এ ম্যাচে।

এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার নাহিদ রানা। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। একাদশে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান সাকিব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র। 

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য তো বটেই, এ ম্যাচ গুরুত্বপূর্ণ স্বাগতিক পাকিস্তানের জন্যও। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে সেমিতে খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে মোহাম্মদ রিজওয়ানের দল। বাংলাদেশ হারলে পাকিস্তানের সেমিতে খেলার শেষ আশাটুকুও নষ্ট হবে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।