ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর আহ্বায়ককে অব্যাহতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক এএমএফ আজিজুল ইসলাম পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, পৌর আহ্বায়ক থেকে অব্যাহতি পাওয়া এএমএফ আজিজুল ইসলাম পিকুলের স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে উপজেলা যুবদলের নেতাসহ ১০ জন আহত হন। পরে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

বিজ্ঞাপন