পাবনায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

ঈশ্বরদীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ঈশ্বরদীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক পরিবারের বাবা, মা ও এক সন্তান মারা যান। 
এই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মারা যান।

জানা গেছে, নিহতদের বাড়ি উপজেলার পাকশীর বাঘইলে।  শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন