‘২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীতে গণধর্ষণের শিকার কলেজছাত্রীকে দেখতে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পালাতক আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ঢাকা থেকে পটুয়াখালী সদর হাসপাতালে এসে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

হাসপাতালে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।

এদিকে, দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এক সংবাদ সম্মেলনে বলেন, অপরাধীদের দলীয় ট্যাগ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, "অপরাধীদের রক্ষা করা হবে না, অপরাধী যেই হোক, তার কঠোর বিচার হতে হবে।"

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টায় জামায়াতে ইসলামী নেতারা ভুক্তভোগীকে দেখতে হাসপাতালে যান। জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে ভুক্তভোগীর মায়ের সঙ্গে কথা বলেন এবং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত পিতার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফেরার পথে কলেজছাত্রী গণধর্ষণের শিকার হন। স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নির্জন বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। প্রশাসন আশ্বস্ত করেছে যে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।