রাজধানীর গুলশানে ইউএন হাউজ বা জাতিসংঘ ভবন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (১৩ মার্চ) সকালে এটির উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।
রাজশাহীতে ভুল সিগন্যালে ২ ট্রেনের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
|
ছবি: সংগৃহীত
জাতীয়
রাজশাহীতে ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছেই দুটি একে অপরকে সাইডে ধাক্কা দেয়। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ সময় যাত্রী ছিল না, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়ে গেছে, যার কারণে ট্রেন চলাচলে কিছুটা সমস্যা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার কারণে ট্রেন দুটি যথাসময়ে ছাড়তে পারবে না এবং যাত্রী নিয়ে চলাচল করতে দেরি হবে। তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও বালুমিশ্রিত মাটি হওয়ায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর, দক্ষিণ জায়লস্কর, দক্ষিণ নেয়াজপুর ও দক্ষিণ বারাহিগোবিন্দ এলাকায় প্রায় ৩০ একর জমিতে এই রসালো ফলের চাষ হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সরেজমিনে অধিকাংশ জমিতে গিয়ে দেখা যায় ইতোমধ্যে পরিপক্ক হয়েছে তরমুজ।বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজ লতার সমারোহ। জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামে কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন ও মোঃ মানিক প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষাবাদ করেছেন।
উদ্যেক্তা হেলাল উদ্দিন বলেন, এ গ্রামে দোঁআশ মাটি (বালিযুক্ত) ও উপযুক্ত পরিবেশ রয়েছে। মাটি তরমুজচাষের উপযোগী হওয়ায় স্থানীয় কৃষকদের থেকে চলতি মৌসুমের জন্য প্রায় ১১ একর জমি বর্গা নিয়ে তরমুজের চাষ করেছি।
তিনি বলেন, ১১ একর জমিতে তরমুজ চাষে এখন পর্যন্ত ১ লাখ টাকা খরচ হয়েছে। ফলনও ভালো হয়েছে। আশাকরি ২৫ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবো। এখানে ১৮ জন শ্রমিক কাজ করছেন। সঠিক পরিচর্যা করলে তরমুজচাষ করে সফল হওয়া সম্ভব। তবে তরমুজ গাছ ছত্রাকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন। আগামী ২/৩ দিনপর তরমুজ বিক্রির উপযোগী হবে।
কৃষি উদ্যোক্তা মো: মানিক বলেন, বড় আকারের একশ তরমুজ ২৭ থেকে ২৮ হাজার টাকা, মাঝারি তরমুজ একশটি ১ হাজার ৪০০ টাকা ও ছোট আকারের তরমুজ একশটি ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি শুরু হয়েছে।
উপজেলার দক্ষিণ জায়লস্কর, দক্ষিণ নেয়াজপুর ও দক্ষিণ বারাহিগোবিন্দ এলাকার কৃষকরা জানান, কয়েকদিন আগে তরমুজ বিক্রির উপযোগী হওয়ায় বিক্রি শুরু করেছেন। এ তরমুজ চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফেনীর মহিপালসহ বিভিন্ন জেলায় আড়তে বিক্রি করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, জৈব সার ব্যবহার ও রোগ প্রতিরোধের জন্য সরেজমিনে মাঠে গিয়ে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান বলেন, উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করা হয়েছে। কৃষকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তরমুজচাষে পরিশ্রম বেশি হলেও অন্যান্য রবিশস্য থেকে এটাতে কয়েকগুণ বেশি লাভ হয়। আশা করছি আগামীতে উপজেলায় তরমুজচাষে কৃষকদের আগ্রহ বাড়বে।
নরসিংদীতে আলো ছড়াচ্ছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমান খানার প্রতিদিনের খাবার পরিবেশনে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালনায় মেহমানখানা, যেখানে মাহে রমজানের প্রতিদিন সমাজের নিম্ন আয়ের মানুষ ও মাদরাসার কোরআনের পাখিদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সংগঠনের মাসব্যাপী ইফতার আয়োজনে চলমান কাজের অংশ হিসেবে প্রতিদিনই কোন না কোন স্থানে ইফতার বিতরণ করে যাচ্ছে। শুক্রবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা জামিয়া কারিমিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা ও জামিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক রবিউল্লাহ সায়েম এবং নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাহিদ সরকার ও সেক্রেটারি শাহিন ও জাকারিয়া আল হোসাইন৷
জানা যায়, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবীগণ সারা বছর প্রতিমাসে একবার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করেন। আর রমজান উপলক্ষে প্রতিদিন তারা এই আয়েঅজন করে থাকেন।
স্পেন প্রবাসী তামিম আবু বকর ও রবিউল্লাহ সায়েমসহ এক ঝাঁক স্বেচ্ছাসেবীর সার্বিক তত্ত্বাবধানে দেশী ও প্রবাসীদের অর্থায়নে তারা এ মানবিক আয়োজন করেন বলে জানান।
ঈদের আগে ৬০ফিট রাস্তা জনগণের চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
শনিবার (১৫ মার্চ) মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, 'ডিএনসিসি এলাকার দুটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার একটি মিরপুর ৬০ ফিট রাস্তা এবং আরেকটি মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তা। অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বেশিরভাগ বড় বড় রাস্তায় চললে মনে হতো আমরা কোন যুদ্ধবিধ্বস্ত রাস্তায় চলছি। একমাস আগেও এই দুটি রাস্তা যারা ব্যবহার করেছেন তারা অনেক কষ্ট করেছেন।
রাস্তার উন্নয়ন কাজ চলছে
আমি দায়িত্ব নেয়ার পরে পুরো টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি রাস্তা দুটি এই মাসে রোজার মধ্যেই সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দিব। ইতোমধ্যে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটির কাজ সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঈদের আগেই ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হবে।
মোহাম্মদ এজাজ বলেন, 'কাজ করতে যেয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। ৬০ফিট রাস্তার ৮টি পয়েন্টে রাস্তার পাশে বাড়ির মালিক আমাদের ফুটপাত করতে দিচ্ছে না। আমাদের কর্মীদের কনস্ট্রাকশন করতে দিচ্ছে না। কোর্টের রায়ের ভয় দেখাচ্ছেন। কোন ধরনের সহযোগিতা করছে না। অবৈধভাবে দোকান দিয়ে রেখেছে, ময়লা ফেলে রেখেছে।'
বাধা প্রদানকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা জনগণকে চলাচলের সুবিধা দিতে চাই, কিন্তু কেউ যদি সরকারি কাজে বেআইনিভাবে বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে, সিটি করপোরেশনের কাজে যারা বাধা দিচ্ছে আমরা তাদের বাড়ির প্রকৃতি যাচাই করছি।
রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই অবৈধভাবে আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে। গত বিশ বছর ধরে বাণিজ্যিক হারে ট্যাক্স দিয়েছে কিনা সেটা ধরবো। তাদের প্লান তলব করবো, রিভিউ করে দেখবো অনুমতি নেয়া আছে কিনা। প্লানের বাহিরে অবৈধ বিল্ডিং আমরা ভেঙে দিব। আমরা কোন ধরনের ছাড় দিব না।
তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য কাজ করছি, দখলদারদের জন্য নয়। সরকারি রাস্তা দখল করে জনগণকে দুর্ভোগে ফেলা চলবে না। আগামী ২৩ তারিখে আমি সসরেজমিনে রাস্তায় থাকবো ৬০ ফিটের ৮টি পয়েন্টে। আমি নিজে থেকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবো।
প্রশাসক বলেন, আমরা অনেক জায়গায় দেখেছি ফুটপাত দখল। অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটারসাইকেল ও গাড়ি ওয়াশ করছে। ঈদের পরে আমরা অভিযান পরিচালনা করবো, যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা করবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দিব, দোকান সীলগালা করে দিব।'
রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, পহেলা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় যতগুলো রাস্তার কাজ চলছে সেগুলো সম্পন্ন করা হবে। প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল অনেক কম। রাতের আঁধারেও আমাদের কর্মীরা কাজ করছে, কারণ আমরা বসে থাকার জন্য আসিনি, বরং পরিবর্তন আনার জন্য এসেছি।
পরিদর্শনে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।