শহীদি সমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দুই দফা দাবি আদায়ে আগামী এক মাস গণস্বাক্ষর ও লিফলেট বিতরণ কর্মসূচিসহ আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশের ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ধর্ষণ বিরোধী গণমিছিল প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধায় ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা দেন তিনি।

শরিফ ওসমান হাদি বলেন, আমরা আমাদের ৫ দফা দাবি থেকে সরে এসে দুই দফা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো- জুলাই-পিলখানা ও শাপলা চত্তরের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

হাদি বলেন, আজকে থেকে আগামী এক মাস আমরা প্রতিদিন লিফলেট বিতরণ গণস্বাক্ষর কর্মসূচি করবো। আমরা এই দুই দফা দাবিতে লাখ লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে আগামী ২৫ এপ্রিল বিকেল তিনটার সময় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই,শাপলা ও পিলখানার শহীদি সমাবেশ ঘোষণা করছি।

এ সমাবেশে থাকবে জুলাই শহীদের বাবা মায়েরা ও শাপলা শহীদের বাবা মায়েরা এবং পিলখানা পরিবারের সন্তানেরা। সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই আমরা বাড়িতে ফিরবো। সেই পর্যন্ত আমরা আমাদের লাগাতার কর্মসূচি স্থগিত করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং সারা দেশে লিফলেট বিতরণ করবো।

এর আগে আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে ধর্ষণবিরোধী আন্দোলনে আন্দোলনকারী লাকি আক্তার।

পরে গণমিছিলের ডাক দেয়া আন্দোলনকারীদের রাজপথ তেকে প্রতিহতের ঘোষণা দিয়ে শহীদমিনার অভিমুখে যাত্রাকালে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ইনকিলাব মঞ্চের৷ নেতা কর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।