নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালী করেছে নরসিংদীর দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীরা।

শনিবার (১৫ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষক আমিনুল আশ্রাফ, সোহেল রানা, মুশফিক রহমান মৃধা জামিসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষন আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। আর কোন ধর্ষণের প্রতিবাদ জানানোর জন্য যেন রাস্তায় নামতে না হয়। সরকারকে দ্রুত আইনের মাধ্যমে ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন