সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত, সিলেটে আংশিক বৃষ্টির সম্ভাবনা

  • জাতীয় ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবহাওয়া ভবন / ছবি: সংগৃহীত

আবহাওয়া ভবন / ছবি: সংগৃহীত

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  উপ-পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ (মোঃ তরিফুল নেওয়াজ কবির সাক্ষরিত পূর্বাভাসে শুক্রবার ১৪ মার্চসহ পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার এ  তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

আজ সকাল ০৯ টা থেকে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঢাকায় বাতাসের গতি ও দিক: পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.।

আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৬%

আজ ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিট

আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ০৮ মিনিট

১৫ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

১৬ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থানের পূর্বাভাস হিসেবে জানানো হয়, এ সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।