৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণ, আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামের নজরুলের ছেলে সাখাওয়াত হোসেন (১৯), একই গ্রামের শহিদুলের ছেলে আবদুর রহমান (১৪) ও বিশুর ছেলে বাবু মিয়া (১৩)।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, রাতে কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যায় বাকপ্রতিবন্ধী ৮ বছরের ওই শিশু। এ সময় নামাজ শেষে বাড়ি ফেরার পথে কৌশলে তাকে পার্শ্ববর্তী আমবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তিন আসামি। পরে বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে বললে ঘটনাটি জানাজানি হয়। সকালে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশে সোর্পদ করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়।