জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘ মহাসচিবকে উদ্যোগ নিয়ে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজনে নগরীর বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত ‘ইফতার মাহফিল ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, দেশের সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে পড়েছে। এসব ক্ষেত্রে সংস্কার না হলে দেশ আগের তিমিরেই রয়ে যাবে।

তিনি আরও বলেন,আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতির দাবি জানাচ্ছি। এই পদ্ধতি চালু হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। পাশাপাশি নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না যে দেশ দীর্ঘদিন নির্বাচনবিহীন পরিস্থিতির মধ্যে থাকুক। বরং আমরা চাই, নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয় এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়। এজন্য প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থা গ্রহণ করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, শুরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। মাওলানা ইদ্রিস আলী ও মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, চাচইর ফাজিল মাদরাসার অধ্যাপক। প্রিন্সিপাল মো. ওমর ফারুক, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর। অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সভাপতি, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর। মাওলানা মো. রেজাউল করীম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।