নেত্রকোনায় জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল পুলিশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে জুয়া খেলা চলমান অবস্থায় জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা জানান, কয়েক মাস ধরে রাতের আধারে এই গ্রামে জুয়ার আসর বসে। এইভাবে পুলিশের অভিযান চলমান থাকলে জুয়ারীরা জুয়ার আসর বসাতে সাহস করবে না।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালিত হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালায় এবং অভিযানে জুয়ারীদের নির্মাণ করা ঘরটি পুড়িয়ে দেওয়া হয়। তবে উপজেলাকে অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন